|
Date: 2023-12-18 19:12:58 |
স্বাধীনতা তুমি মিশে আছো নয়নের জলে
ত্রিশ লাখ শহীদের রক্তে ভেজা মাটিতে
আকাশে বাতাসে শুনি শহীদের প্রতিধ্বনি
বুকফাটা কান্না হৃদয়ে তবুও শান্তনার বাণী।
এলো ফিরে ষোলো ডিসেম্বর বিজয়ের মাস
ফুলে ফুলে সজ্জিত শহীদ মিনার বুকে দীর্ঘশ্বাস
পাক হানাদের নির্মমতার চিত্র ভেসে ওঠে চোখে
নির্বিচারে গুলি চালিয়েছিলো বাঙালির বুকে
সোনালি অক্ষরে লেখা ইতিহাসে বাংলা মা'কে।
আজও শুনি একাত্তরের সেই বিজয়ের স্লোগান
কৃষক শ্রমিক মেহনতি জনতার মুক্তির জয়গান
স্বাধীন হয়েছি মোরা ভেঙেছি পরাধীনতার শিকল
জানিয়ে দাও সারাবিশ্বে উড়িয়ে দাও মায়ের আঁচল।
গোলাপ মাহমুদ সৌরভ
কবি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
© Deshchitro 2024