জন্ম যদি হতো আমার 

একাত্তরের আগে, 

স্বাধীনতার নায়ক হতাম 

এমনই ইচ্ছে জাগে। 


অস্ত্র তুলে যে নিতাম হাতে 

যুদ্ধ করতাম মাঠে, 

বীর শ্রেষ্ঠ হতাম যে আমি 

পড়তো শিশু পাঠে। 


বীর মুক্তিযোদ্ধা হতাম যদি 

থাকতো ইতিহাসে, 

স্বার্থক জনম হতো আমার 

স্বাধীন বাংলাদেশে। 


দেশ আমার মাটি আমার 

মনেপ্রাণে ভালোবাসি, 

নবদিগন্তের ওই দূরযাত্রায় 

দেশপ্রেমে উল্লাসী। 




গোলাপ মাহমুদ সৌরভ 

কবি 

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024