|
Date: 2023-12-19 02:42:58 |
সরকারি কোন সম্পদ আমি স্পর্শ করিনি এবং আমার পরিবারের কেউ সরকারি সম্পদ স্পর্শ করেনি। পারিবারিক ভাবে আমাদের সম্পদ গুলো ট্রাস্টের দান করে দিয়েছি, ট্রাস্টের মাধ্যমে আমাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি গত দূ'বারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এমন মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত এইচ এম ইব্রাহিম এমপি।
১৮ ডিসেম্বর (সোমবার) বিকেল থেকে রাত পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ১ নং জয়াগ ইউনিয়নের সব গুলো ওয়ার্ডে নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর ওয়ার্ড গুলোতে জনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু।
এসময় এইচ এম ইব্রাহিম তার বক্তব্য বলেন আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে রায় দেওয়ার আহবান জানান এবং সকলের প্রতি দোয়া কামনা করেন।
© Deshchitro 2024