|
Date: 2022-10-12 07:27:53 |
পুরো দেশের মতো নেত্রকোনা দুর্গাপুরেও উদ্ভোদন হয় কোভিট ১৯ - এর টিকাদান কর্মসূচি। এতে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মুজিবনগর প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্ভোদন হয়।
গত ১১ এ অক্টোবর থেকে সামনের ১৩ দিন এ কার্যক্রম চালু থাকবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিব রায়, প্রেস ক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রাথমিক শিক্ষা অফিসার মো.আবু তাহের, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক মো. শাজাহান মিয়া, ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহীম খলীল টিপু, মেডিকেল টেকনোলজিষ্ট রবীন্দ্র চন্দ্র সরকার, পরিসংখ্যানবিদ লিন্টু চন্দ্র সরকার, পরিদর্শক আশরাফুল আলম এবং আবুল হাসান প্রমুখগন।
© Deshchitro 2024