৬৬ বছরের বৃদ্ধা সুবুর জানের সন্ধান চায় পরিবার


ময়মনসিংহের নান্দাইলে মোছাঃ সুবুর জান নামে ৬৬ বছর বয়সের এক বৃদ্ধা হারিয়ে গেছেন।হারিয়ে যাওয়া সুবুর জানের সন্ধান চায় পরিবার।


শুক্রবার (১৫ ডিসেম্বর ) দুপুরে বাবার বাড়ি চৈতনখালী থেকে স্বামীর বাড়ি ফেরার পথে হারিয়ে গেছেন তিনি।গত ৫ দিনেও খোঁজ মেলেনি বৃদ্ধার।


তার স্বামীর বাড়ি বীরবেতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামের নদীরপাড় এলাকায়।


বৃদ্ধার পরিবার সুত্রে জানা যায় সুবুর জান মানসিক ভারসাম্যহীন। তিনি নাম-ঠিকানা বলতে পারেননা।নিজ থেকে গুছিয়ে কিছু বলতেও পারেন না।


সুবুর জানের বড় ছেলে আবু তালেব জানান,গত ১৫ ডিসেম্বর দুপুরে আমার আম্মা তার বাবার বাড়ি থেকে দুপুরে খেয়ে আমাদের বাড়ি আসার পথে হারিয়ে যায়। এই ৫ দিনেও আমারা তার খোঁজ পাইনি।বিভিন্ন এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করেছি।কিন্তু কোন সন্ধান পাইনি।


কেউ বৃদ্ধার খোঁজ পেলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করেছেন বৃদ্ধার বড় ছেলে আবু তালেব। মোবাইল নাম্বার ০১৪০৭৯৯৯০৩৫, ০১৩১৭-৭৩৪৪৮০।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024