|
Date: 2023-12-20 06:36:44 |
জামালপুর-২ ইসলামপুর আসনে বাবা-মায়ের দোয়া নিয়ে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নস্থ বামনা গ্রামে নিজ বাড়িতে বাবা-মায়ের দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মানিক, অর্থ বিষয়ক শাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেন, ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ, জুয়েল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ।
ইসলামপুর আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুূদ বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আমিও বাবা-মার কাছে দোয়া নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। আমি বিশ্বাস করি আপনাদের পরিশ্রম বিফলে যাবে না। নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে হবে। লাঙ্গল বিজয়ী হলে ইসলামপুরবাসীর খেদমতে খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
মোস্তফা আল মাহমুূদ বলেন, 'আশা রাখি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন নিরপেক্ষ হলে, আমাদের বিজয় সুনিশ্চিত। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, লাঙ্গল প্রতীকে ভোট দিতে।'
© Deshchitro 2024