|
Date: 2023-12-20 09:04:53 |
৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ সংসদীয় আসনের নৌকার মনোনীত প্রার্থী , সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন।
বুধবার (২০ ডিসেম্বর)সকালে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিশাল মিছিল নিয়ে প্রতিটি সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌকা মার্কায় ভোট চাইলেন।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান,আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবু,তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দীন পবলু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা,সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,সাবেক সভাপতি হীরক গুণ,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাবেক সভাপতি মো.হাফিজুর রহমান সামাদ,সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ,পথনাট্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, দুর্বার নাট্য গোষ্ঠীর সভাপতি স.ম, আলাউদ্দিন,সংগ্রামী নাট্য দলের সভাপতি আহমেদ শরিফ,নাট্য ফেডারেশনের সহ-সভাপতি চিনময় সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মো: ছাম্মি আহমেদ আজমীর,রুপক নাট্যগোষ্ঠীর সভাপতি রাসেল আহমেদ শিবলী সহ বিভিন্ন সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024