উত্তরের জনপদে গত কয়েক দিনে আবহাওয়া পরিবর্তনের ফলে সিরাজগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগ। ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ফলে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন। আর চিকিৎসকেরা বলছে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকতে। ঠান্ডাজনিত কারণে গত কয়েক দিনেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৬শ এর অধিক শিশুকে দেয়া হয়েছে চিকিৎসা। হঠাৎ করে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছে বাবা-মায়েরা। এদিকে শিশুদের পাশাপাশি নানা বয়সী নারী-পুরুষরাও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীদেও ভিড়।

হাসপাতালে ভর্তি থাকা এক শিশুর মা জানান হঠাৎ করে ঠান্ডা বেশি পরায় তার বাচ্চার ডায়রিয়া শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ, আবু সাঈদ সরকার বলেন, শীতকালে ঠান্ডাজনিত রোগের পাদুর ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ রয়েছে আমরা সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন করছি। অভিভাবক সহ সকলকেই পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম বলেন, ঠান্ডা জনিত রোগের কারণে আগের তুলনায় হাসপাতালে রোগীর চাপ অনেকটাই বেড়ে গেছে  

শীতকালীন বিভিন্ন রোগ থেকে বাঁচতে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সচেতনতা অবলম্বন করতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024