মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনিসহ এক যুবক-কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান রোড এলাকা থেকে আব্দুল কাদির নামের এক যুবক-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় গাড়িতে থাকা অন্য এক ব্যক্তি পালিয়ে যায়। তবে চোরাই কাজে ব্যবহৃত একটি অটো সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতাকৃত আব্দুল কাদির (৩৫) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কদর আলীর ছেলে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় গণমাধ্যম -কে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কাদির নামে একজনকে সিন্দুরখান রোড থেকে দুপুরে গ্রেফতার করা হয়েছে। এসময় ভারতীয় ১০ বস্তা চিনি ও একটি সিএনজি জব্দ করা হয়। তার বিরুদ্ধে আজ বিকেলে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বৃজস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024