|
Date: 2023-12-20 12:57:12 |
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
বৃহস্পতিবার বার (২০ ডিসেম্বর) বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ মোড়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সারটিয়া মোড়, শিবনাথ পুর মোড়, শিয়ালকোলবাজার, খামার পাইকোশা, জগৎগাঁতী মোড়, জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুকুরিয়া হাটখোলা, বহুতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়, চণ্ডিদাসগাতী বাজার তিনি নৌকা মার্কায় ভোট এবং দোয়া চান এসময়ে, ড. জান্নাত আরা তালুকদার হেনরী’কে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন নিয়ে আরো কাজ করবেন।
উন্নয়ন মহাসড়কে হাটছেন তিনি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী (৭ই জানুয়ারি) সারাদিন নৌকায় প্রতিকে ভোট দিন। আমি আপনাদের সন্তান হিসেবে ভোট চাই। জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দোয়া করবেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবারো শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমিও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দের) মানুষের উন্নয়ন উন্নয়ন এবং আপনাদের সেবা করতে পারবো।
এসময়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, সদস্য মোঃ আব্দুল মান্নান, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম বিটু, আরিফ হোসেন,কামরুল হাসান লিটন, মনির হোসেন মনা, ফিরোজ মাহমুদ, জাকারিয়া মাসুদ সহ অন্যান্যরা, জেলা প্রাথমিক বিদ্যালয় জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, সদর উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভাপতি মোছাঃ জুলেখা পারভীন, প্রচার সম্পাদক মরিয়ম খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু সহসভাপতি আলাউদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আলামিন সেখ, সহ প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আতাউর রহমান খান রতন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল আজিজ, সহ অন্যান্য নেতৃবৃন্দরা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোন্নাফ খন্দকার, হযরত আলী, ছানোয়ার হোসেন, তারাবানু, হাসনাহেনা সহ অন্যান্য ইউপি সদস্যরা, শিয়ালকোল ইউনিয়ন গণহত্যা অনুসন্ধান কমিটির নেতৃবৃন্দরা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নারী নেত্রী হুনুফান খাতুন, শিয়ালকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যুবমহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024