|
Date: 2023-12-20 14:27:00 |
বগুড়ার আদমদীঘিতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে ইব্রাহিম আলী আকন্দ (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ ডিসেন্বর) বিকেলে উপজেলার তালসন কালীবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সদরের তালসন কালীবাড়ী এলাকার বাসিন্দা ইব্রাহিম আলী আকন্দ (৭৫) বুধবার দুপুরে বাড়ির পাশে খালে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধড়ার এক পর্যায়ে অসুস্থ হয়ে সে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়। বিকেলে পরিবারের লোকজন সন্ধান করতে গিয়ে ওই খালের পানিতে ভাসমান অবস্থায় ইব্রাহিম আলীর মরদেহ দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024