|
Date: 2023-12-20 14:58:06 |
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজার চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে এমপি জাফর আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেয় কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের দপ্তর সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
একই সাথে তাঁকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা সেটি জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবরে কারণ দর্শাতে বলা হয়েছে।
অন্যথায় জাফর আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশ করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
© Deshchitro 2024