এক ঘন্টার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আফরিনা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার সকালে এক ঘন্টার জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন শিশু সাংবাদিক আফরিনা সুলতানা হিরা।

উপজেলার বুড়িগোয়ালিনী ইউপি মিলনায়তনের গালর্স টেকওভার কর্মসূচির আওতায় অনুষ্ঠানে হিরা বলেন আমাকে আজ খুব খুশি লাগছে। ভবিষ্যতে আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার স্বপ্ন পূরণ করতে চাই।

কন্যা শিশুর মনোবল বৃদ্ধি, সমঅধিকার নিশ্চিত করতে এনসিটিএফ ও পরিত্রাণের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। প্রধান অতিথি বক্তব্যে বলেন কন্যা শিশুদের জীবন পরিবর্তনে এই আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে।

 পরিত্রাণের প্রকল্প কর্মকর্তা নয়ন কুমার গায়েনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন, ইউপি সদস্য পলাশী রানী, উমা রানী, রেহেনা পারভীন প্রমুখ।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024