নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর শিরোপা অর্জন করেছে রংপুর জেলা নারী ফুটবল দল।

বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের আহ্বায়ক তোফায়েল আহমেদ।

ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—রংপুর জেলা নারী ফুটবল দল ও গাইবান্ধা জেলা নারী ফুটবল দল। প্রথমার্ধের খেলায় দুই দলই মুহূর্মুহু আক্রমণে গেলেও কেউই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তের খেলায় মধ্য মাঠ থেকে রংপুরের ফরোয়ার্ড শিলার দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া বলে গোল করেন বৃষ্টি। এতেই গাইবান্ধা জেলা নারী ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে এবারের শিরোপা অর্জন করে রংপুর জেলা নারী ফুটবল দল।

পরে, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় টুর্নামেন্টের চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি, মেডেল তুলে দেন অতিথিরা। এছাড়া সেরা খেলোয়াড়, গোলদাতাদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডোমারের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সুধী সমাজ উপস্থিত ছিলেন। এছাড়া খেলোয়াড়দের চিকিৎসা প্রদানে রেডক্রিসেন্ট সোসাইটির ডোমার উপজেলা ইউনিট দায়িত্ব পালন করেন।

খেলায় এস এম ওয়াহেদুল ইসলাম বকুলের ধারাভাষ্যে ম্যাচ পরিচালনা করেন—স্মৃতি রানী ভবানী (খাগড়াছড়ি)। সহযোগী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন—ইমি চিন মারমা (খাগড়াছড়ি) ও ইসরাত জাহান লিজা (ঢাকা)। উভয়ই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত রেফারি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024