নীলফামারীর ডোমারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের চালক সহ দুইজন মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন—পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মোঃ বাকিবুল্লাহর পুত্র মোঃ জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গির হাট এলাকার আবু তালেবের পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন ডিপজল (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিপজল তার সঙ্গী জাহাঙ্গীরকে সাথে নিয়ে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ডোমারের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের (ফরিদপুর-ট ১১০৩-৯৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী জাহাঙ্গীর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং চালক জাহাঙ্গীর হোসেন ডিপজল ঘটনাস্থলেই নিহত হন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024