|
Date: 2023-12-21 01:40:24 |
গ্রামবাংলার শীতের সকাল
মো কায়সার আলম
গাছের পাতা থেকে ঝড়ে পড়ছে শিশির কণা
পাখিরা ডাকিতেছে নিজেদের সুরেলা কন্ঠে
কুয়াশারাও যেন থমকে নেই
গায়ে চাদর মুড়িয়ে হেঁটে বেড়াচ্ছেন কবি
কিশোর রা আগুনের ছায়াতলে
দোকানের চায়ের আড্ডায় মেতে আছে বৃদ্ধলোক গুলো
শিশুরা ছুটে চলেছে মক্তবের দিকে।
মাওলানা চলে এসেছে।
উচ্চকন্ঠে পড়তেছে সবাই কুরআনের বাণী।
কবির পথচলা নিরস্তব্দ
কুয়াশার আড়াল থেকে সূর্য দৃষ্যমান হচ্ছে
শীতের সাথে উষ্ণতার সংমিশ্রণ
দূর থেকে লক্ষনীয় একদল লোক খেজুর রশ সংগ্রহে ব্যাস্ত
স্নিগ্ধময় গ্রামবাংলার সেই শীতের সকাল
© Deshchitro 2024