দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।বুধবার (২০ ডিসেম্বর) সারাদিন নাগরপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন, আমি সবসময় কাজে বিশ্বাসী ছিলাম। আশা করি, কাজের মাধ্যমেই সব কিছু প্রমাণ করবো। আমাকে ফুলের মালা দিয়ে আপনাদের কাছে পাঠানো হয়েছে,ফুলের মালাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো নাগরপুর-দেলদুয়ার অবহেলিত মানুষের পাশে থাকতে তবে  সবার সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে  সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সকলের সমর্থনে, ভোটারদের কেন্দ্রে আনতে এবং ফুলের মালাকে বিজয়ী করতে খুব বেশি সমস্যা হবে না বলে মত প্রকাশ করেন আনোয়ার হোসেন। এসময় নাগরপুর-দেলদুয়ারকে  বাংলাদেশের একটি স্মার্ট  জেলায় রূপান্তর করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024