বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের ধানক্ষেতে প্রায় ৫০ একরের মতো জমি রয়েছে প্রতি বছর দুইবার ধান চাষ করেন চাষিড়া আমন ও ইরি ধান। প্রতিবছর ধানের ফলন ভালো হলেও এবছর ফলন কম হয়েছে এতে চিন্তিত হয়ে পড়েছে চাষিড়া।  এই   ক্ষেতে ফলিত ধান দিয়েই দৈনন্দিন খাবার চাহিদা মেটান এই এলাকার সাধারন মানুষ। পাকা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন চাষিড়া কারন এই ধান কাটার পড়ে আবার ইরি ধান চাষে ব্যাস্ত হয়ে পরবেন চাষিড়া। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024