|
Date: 2023-12-21 04:44:12 |
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গণমাধ্যমকর্মী, রাজনিতীবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে, কাজেই এ নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্ততি রয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল যত শক্তিশালীই হোক না কেন, নির্বাচনকে বাধাগ্রস্থ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বরদাস্ত কার হবে না। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও এসিল্যান্ড মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে দেবী চন্দ আরও বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কিংবা পেশি শক্তি প্রয়োগকারীদের কঠোর হস্তে দমন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই অর্জন কিছু কিছু দেশ ও রাজনৈতিক দল সহ্য করতে পারছে না, তারা আগামী নির্বাচনকে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্ত তাদের এ ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদেরকে গণতন্ত্র সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো বিশৃঙাখলাকারী আমাদের হাত থেকে রেহাই পাবে না, যে কোনো ত্যাগের বিনিময়ে নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।
এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস, মিজানুর রহমান মিজান, শিক্ষক বিপুল ভ‚ষণ রায়, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
© Deshchitro 2024