আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ট্রেনের পরিচালক (গার্ড) জাহাঙ্গির কবির (৪২) ও পিএ অপারেটর সাদেকুল ইসলাম (৩২)কে আটক করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। গত বুধবার (২০ডিসেম্বর) সন্ধায় ষ্টেশনের ৩ নম্বর প্লাটফমে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি থেকে উল্লেখিত পরিমান ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গির কবির রাজবাড়ি জেলার কাজিকান্দা গ্রামের মিরাজ আলী শেখের ছেলে এবং সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও জেলার আরজি কৃষ্ণপুর গ্রামের শমসের আলীর ছেলে ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বুধবার বিকেল ৫টার দিকে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনের গার্ড ভ্যানে অভিযান চালানো হয়। অভিযানে ট্রেনের পরিচালকের নিকটে থাকা তার ব্যাগে এবং অন্য একটি ব্যাগে থাকা ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একই সাথে ওই গার্ড ভ্যানে থাকা পরিচালক জাহাঙ্গির কবির ও  পিএ অপরেটর সাদেকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরে করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024