|
Date: 2023-12-21 06:26:30 |
ধনবাড়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তাগণের পশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে ৯.০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৫.০০ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ চলে ধনবাড়ী আসিয়া হাসান মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মো. কায়ছারুল ইসলাম, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-১৩০, টাঙ্গাইল-১|
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও, ঢাকা কর্তৃক আয়োজিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, ধনবাড়ী থানা অফিসার্স ইনচার্জ সাজ্জাদ হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার,মো. রেজাউল করিম, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-১৩০, টাঙ্গাইল-১।
প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়। অবাধ সুষ্ঠু ও সন্দুর পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথ ভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করা হয়।
কর্মশালায় ভোটগ্রহন কর্মকর্তা ছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024