হবিগঞ্জের মাধবপুরে চা বাগানে ঘুরতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬ বছরের শিশু তানিসার জীবন কেড়ে নেই। বৃহস্পতিবার দুপুর ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান কিবরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তানিসা মাধবপুর পৌরশহরের আলাকপুর এলাকার প্রবাসি উজ্জ্বল মিয়ার মেয়ে। খবর পেয়ে পুলিশ তানিসার লাশ উদ্ধার করেছে। মাধবপুর থানার তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, তানিসা তার পরিবারের সাথে সাতছড়ি জাতীয় উদ্যান ও সুরমা চা বাগানে বৃহস্পতিবার সকালে ঘুরতে যায়। দুপুরের সময় সুরমা চা বাগানে কিবরিয়াবাদ এলাকায় পুরাতন মহাসড়ক পারাপারের সময় মাধবপুরগামী ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তানিয়া মারা যায়। জনতার সহায়তায় তেলিয়াপাড়া রেলষ্টেশনে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024