|
Date: 2023-12-21 11:38:56 |
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নলকুড়া ইউনিয়ন পরিষদ ভবনে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ।
© Deshchitro 2024