|
Date: 2023-12-21 12:26:22 |
আমরা স্বাবলম্বী হবো,সবাই মিলে কর দিবো’ এই শ্লোগানে, বগুড়া কর অঞ্চলের আয়োজনে জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারীদের পুরস্কার দেয়া হয়েছে। বগুড়া কর অঞ্চল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে করদাতাদের পুরস্কার দেয়া হয়।
কর কমিশনার (কর অঞ্চল বগুড়া) মোহাম্মদ বজলুর রহমান খান, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া আজিজুল হক কলেজ এর অধ্যক্ষ, অধ্যাপক খন্দকার কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া চেম্বার অফ কমার্স লিমিটেড এর সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মিলন (সিআইপি) যুগ্ন কর কমিশনার মোঃ মাহবুজ্জামান, বগুড়া ট্যাক্সেস ল’ ইয়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হামিদ।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর করদাতাদের মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার পেলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।
বক্তারা কর বিভাগের সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, করবান্ধব পরিবেশের আরো উন্নয়নের মাধ্যমে করভীতি দুর করতে হবে।বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে যেমন রোল মডেল তেমনি আজ করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করেও দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠছে। আর এই উন্নয়নের গতি অব্যাহত রাখতে সচেতন নাগরিক হিসাবে কর দেয়া জরুরী। কর বিভাগের পক্ষ থেকে আশা করা হয় এই পুরস্কার ও সম্মননা প্রদান করদাতাদের আরো আগ্রহী করে তুলবে
© Deshchitro 2024