ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত এক শিক্ষার্থীকে গাঁজা বিক্রেতা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীর দাবি, এসময় তার মুঠোফোন থেকে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা নিয়ে গেছেন অজ্ঞাতপরিচয় একদল যুবক। তবে ভুক্তভোগী ওই শিক্ষার্থী হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন।




লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, তার ব্যাগেও তল্লাশি চালানো হয়। পরে ব্যাগে কয়েকটা কাগজের গোল্লা ঢুকিয়ে দিয়ে বলে, তিনি কেন গাঁজা নিয়ে ঘুরছেন। এ অবস্থায় তারা কান ধরিয়ে ছবি তোলে এবং গাঁজার ছবি তোলে। বাসার ঠিকানা নেয়, ব্যক্তিগত বিভিন্ন তথ্য নেয়। ছবি ও ব্যক্তি তথ্য অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024