সাতক্ষীরার শ্যামনগরে প্রাচীরের দেওয়াল চাপায় মোমিন মল্লিক (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর)  সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তার ধারে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের সময় প্রাচীরের পাকা দেওয়াল ধ্বসে চাপা পড়ে তার মৃত্যু হয়।  তিনি শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের রজব মল্লিকের পুত্র। এঘটনায় মোশারাফ মল্লিক নামে অপর শ্রমিক গুরতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণের সময় রাস্তার পাশে পাকা প্রাচির ধ্বসে চাপা পড়ে। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পর সাতক্ষীরায় চিকিৎিসাধীন অবস্থায় বিকালে মারা যান।  শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে ড্রেনের কাজ করার সময় ওই শ্রমিক দেওয়াল চাপায় গুরতর আহত হয়।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024