|
Date: 2023-12-21 17:25:35 |
কবিতায় কত ডেকেছি তাকে
ফিরেও সে চায়নি,
কত রাত জেগে করেছি প্রার্থনা
তবুও তাকে পাইনি।
যন্ত্রনার আগুন বুকে নিয়ে
করেছি অপেক্ষা প্রতিরাত,
বার বার মনে হয়েছে তাকে
ভালোবাসাটাই কি অপরাধ ?
মনে হাজারো প্রশ্ন নিয়ে
ছুটে গিয়েছি কাছে তার,
অবহেলা আর অপমানে
ফিরিয়ে দিয়েছে বার বার !
কল্পনায় শুধু পেয়েছি তাকে
রয়ে গেছে অনেক চাওয়া,
সে-যে আমার অতি মূল্যবান
অদ্ভুত এক না পাওয়া।
তাবিয়া রহমান
প্রাক্তন শিক্ষার্থী, শ্রীনগর সরকারি কলেজ।
ভাগ্যকূল, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
© Deshchitro 2024