স্বাধীনতা তুমি আছো বলেই 

মুক্ত মনে কথা বলি, 

পরাধীনতাকে বিদায় দিয়ে 

বুক ফুলিয়ে পথ চলি। 


স্বাধীনতা তুমি আছো বলেই 

ভোরের পাখি করে গান, 

ময়না টিয়া কোকিলের কণ্ঠে 

শুনি বিজয়ের স্লোগান। 


স্বাধীনতা তুমি আছো বলেই 

ফুল কলি পাপড়ি মেলে, 

বাগানে এসে প্রজাপতিরা 

রঙিন ডানায় মন দোলে৷ 




গোলাপ মাহমুদ সৌরভ 

কবি ও ছড়াকার 

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024