|
Date: 2023-12-22 01:39:48 |
রাজবাড়ীর গোয়ালন্দে সরকারীভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা খাদ্য গুদামে এ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ,ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মুরাদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ প্রমূখ।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, এ বছর গোয়ালন্দে ৮৪ টন ধান এবং ৩৪ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ৩০ টাকা এবং প্রতি কেজি চালের দাম নির্ধারন করা হয়েছে ৪৪ টাকা।
ধানগুলো সরাসরি কৃষকের কাছ থেকে এবং চালগুলো সরবরাহের জন্য দুইজন মিলার নিযুক্ত করা হয়েছে।
এদিকে ধান -চালের সরকারী মূল্য বর্তমান বাজার দর অপেক্ষা কিছুটা কম হওয়ায় লক্ষ্যমাত্রা পুরন নিয়ে শংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
© Deshchitro 2024