উষ্ণতার সারথি
জাকারিয়া আহমেদ
উত্তরীয় হিমে ভেঁসে আশা শীত_
ছুঁয়ে দিলো তোমায়_ ভেঙে উষ্ণের ভীত।
ছুঁয়ে দিলো তোমায় শীতল বাহুর ছোঁয়ায়_
স্পর্শেই আতকে উঠলে, বুঝবে কি তা হাওয়ায়?
রোদের আদরের খোঁজে চরণ বিছিয়েছ
মাঠের প্রান্তরে_ঘাসেদের বুকে।
কুয়াশার দল মিশে গেলো তোমার পায়ে_
কেউ বা উড়ে পড়লো দু'হাত সরু চুলে।
রোদ খুঁজতে গিয়ে_
কুয়াশাদের ছোঁয়ায় শীত হলো তোমার সাথী।
রোদ না খুঁজে আমাকে খুঁজতে এসো,
আমি হব তোমার উষ্ণের সারথি।
গায়ে লাগবে না কোনো হিম
কিংবা পায়ে লেপ্টে যাবে না কুয়াশা।
শীত তোমায় ছুঁতে পারবে না_
উষ্ণ-ই হবে সঙ্গী তোমার কেটে সব ধোঁয়াশা।