সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে পাঁচিশ(২৫) কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল জোরপুল গ্রামের জম জম দই ঘর এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পূর্ব দিঘলটারি, গ্রামের আদিতমারী থানার হাসান আলীর ছেলে ছালেক (২৬), একই গ্রামের আকতার আলীর ছেলে আলতাব হোসেন (২৯), সতিরপাড় গ্রামের কালিগঞ্জ থানার অনন্ত কুমার রায়ের ছেলে শ্রী রতন কুমার (৩২)

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে লালমনিরহাটের বহনকৃত ০১টি নীল রংয়ের মিনি পিকআপ তল্লাশী করে পাঁচিশ (২৫) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং পিকআপ সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024