নীলফামারীর ডোমারে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক ও জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু মারা গেছেন।

শুক্রবার (২২শে ডিসেম্বর) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত আব্দুর রহিম ও শামসুন্নাহারের পুত্র। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ গেজেট নম্বর ০১৭৩০০০০৫৮৬

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর ৬ মাস ১২ দিন। মৃত্যুর সময় তার স্ত্রী মাসুমা বেগম, চার সন্তান রেজাউল করিম, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা ও রিনা আক্তার সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।

পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় নিজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024