|
Date: 2023-12-22 08:05:31 |
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মালুমঘাট আমির হোছন হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ২১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া থানা এলাকা থেকে তাকে করা হয়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়ার সার্কেল) রকি উর রাজা জানান, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার আমির হোছন হত্যা মামলার আসামি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রাত সাড়ে ৯টার দিকে আদরকে চকরিয়া থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। ওই মামলায় সে জামিনের কথা বললেও রাত সাড়ে ১১টা পযর্ন্ত কোন কাগজপত্র দেখাতে পারেননি। জামিনের কাগজপত্র হাতে পেলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
© Deshchitro 2024