বোয়িং বৃহস্পতিবার বলেছে, তারা চীনের জুনেয়াও এয়ারলাইন্সকে ৭৮৭ ড্রিমলাইনার নামের একটি বিমান সরবরাহ করেছে। ২০১৯ সালের পর এই প্রথমবারের মতো চীনের কোন এয়ারলাইনের কাছে যুক্তরাষ্ট্রের জায়ান্ট এই বিমান পরিবহন কোম্পানি বাণিজ্যিক বিমান সরবরাহ করলো। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বোয়িং কোম্পানি চীনকে একটি গুরুত্বপূর্ণ বিকাশমান বাজার হিসেবে মূল্যায়ন করলেও দুইটি বিমান দুর্ঘটনার পর তাদের ৭৩৭ ম্যাক্সের বিমান চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে বিমান সরসবরাহ মুখ থুবড়ে পড়ে।

বোয়িং কোম্পানির নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এই বন্ধের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024