|
Date: 2023-12-22 08:41:07 |
ফেনীর দাগনভূঞা উপজেলাধীন পূর্বচন্দ্রপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নয়নপুর গ্রামে মোস্তফা দোকানদারের বাড়ী। রমজান আলির নতুন বাড়ীতে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রমজান আলীর মা
বয়োবৃদ্ধ মা জাকিয়া খাতুন লেদুলি(৭১ ) নামে এক বৃদ্ধানারীর মর্মান্তিক আগুনে পুড়ে মৃত্যু ঘটেছে।
ঘটনার বিবরনে স্থানীয় তিন ওয়ার্ডের মেম্বার স্বপন তাদের খুজ খবর নেন এবং শুক্রবার ভোররাতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরে কোন পু্রুষ মানুষ ছিলোনা। মরহুমের পুত্রবধু,বেয়াইন ও নাতনিরা ছিলেন। মরহুমা দীর্ঘদিন যাবত প্যরালাইসড় রোগী ছিলেন। আগুনের তীব্রতায় তিনি বের হতে না পেরে ওখানেই মৃত্যুবরণ করেন।
আগুন নিয়ন্ত্রনে নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও ফেনী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট যৌথভাবে আগুন নেভানোর চেষ্টা করে।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ওসি তদন্ত রাসেল মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
পরিবর্তেত্বে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।
© Deshchitro 2024