রামু থেকে চুরি হওয়া গরু চকরিয়া থেকে উদ্ধার করেছে পিবিআই।


চকরিয়ার কাকারা লোটনি গ্রামের জনৈক রাসেলের বাড়ি থেকে দুইটি চোরাইকৃত গরু উদ্ধার করে হয়।



জানাগেছে-রামু উপজেলার পানিরছড়া ইউনিয়নের জেঠির রাস্তা এলাকা থেকে দিনদুপুরে একদল চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে আসে।

পরে বিষয়টি নিয়ে গরুর মালিক হাজেরা বেগম নামের এক নারী স্থানীয় চেয়ারম্যান এমডি শাহ আলমকে ১নং আসামী করে আরো ৭ জনের নাম উল্লেখ করে রামুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআই কে তদন্তের জন্যে দেয়।



মামলা দায়ের ১মাস ১৫ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় কাকারা ৩নং ওয়ার্ড দক্ষিন লোটনি এলাকা থেকে এ গরুগুলো উদ্ধার হয়।

গরুর মালিক ছুরুত আলম জানায়-দিনদুপুরে বাড়ির গরুগুলো নিয়ে আসে একদল চোরের দল।


কাকারা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশীদ জানায় গরুগুলো তার জিম্মায় রাখা হয়েছে। তদন্ত কর্মকর্তা যখন চাইবে তখন পৌঁছে দিবে।



মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এনামুল হক জানায়-চোরাইকৃত গরু উদ্ধার হয়েছে।যারাই এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত

প্রতিবেদন জমা দেওয়া হবে।


এদিকে গরু চুরিতে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024