|
Date: 2023-12-22 11:19:51 |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসন সর্বদা কাজ করবে বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং এ নির্বাচনে কোন দলের হয়ে ভোট গ্রহণের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
২২ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১২টায় শিবগঞ্জ উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে বগুড়া সিনিয়র জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১১০টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরহস্তে দমন করবে। এবার ভোট গ্রহণ কর্মকর্তারা ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভোট গ্রহণ বন্ধ করার ক্ষমতা পাবে। এবারের ভোটে কেন্দ্রে কেন্দ্রে সকালে ব্যালোট পেপার পৌঁছে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপএম, পিপিএম, (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ- সোনাতলা সার্কেল) তানভির হাসান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ, শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ, বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
© Deshchitro 2024