|
Date: 2023-12-22 11:24:43 |
বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গণসংযোগের দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ড, বাজার রোড এবং বাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। এদের মানুষ বিশ্বাস করে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে একটি পাতানো ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইছে তারা। কিন্তু এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। অতিশীঘ্রই জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আনবে বিএনপির নেতাকর্মীরা।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল বলেন, সময় থাকতে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। আর পদত্যাগ করতে বাধ্য করা হলে অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। জনগণ ঘৃণা সহকারে এই পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করছে।
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদের উদ্যোগে নিজ নিজ ইউনিয়নে আজ শুক্রবার লিফলেট বিতরণ করা হয়।
© Deshchitro 2024