বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
২২ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩.৩০ ঘটিকায় উপজেলার বীরকেদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
কাহালু থানার উপ-পরিদর্শক রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জুয়েল রানা দুপচাঁচিয়া উপজেলার বুলু'র ছেলে এবং  একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধি। 
তিনি বলেন, বিকালে মোটরসাইকেলে যাওয়ার সময় মোটরসাইকেলের অধিক গতি থাকাকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টিনশেড ঘরের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জুয়েল মারা যান।
কাহালু থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, অভিযোগ না থাকায় জুয়েলের মরদেহ পরিবারের লোকজনের কাছে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024