বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে সোমা বানু (২২) নামের এক নববধুকে তার স্বামী ও শাশুড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত সোমা বানুকে পরশিরা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করিয়েছেন। গত শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের তিন মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানাযায়, আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের সোমা বানুর প্রেম সম্পর্কে ৬ মাস পূর্বে বিয়ে হয়। আনোয়ারের পরিবার বিয়ে মেনে না নেয়ায় এক মাস পূর্বে স্বামী আনোয়ার হোসেন তার স্ত্রী সোমা বানুকে নিয়ে একই গ্রামে শ্বশুরালয়ে থাকতো। গত শুক্রবার বিকেলে আনোয়ার হোসেন তার বাবার বাড়িতে গেলে তার মা ও বাবা আটক রাখে। 

হাসপাতালে ভর্তি আহত সোমা বানু জানায়, গত শুক্রবার সকাল ৬টায় তার স্বামী আনোয়ার হোসেন স্ত্রী সোমা বানুকে কৌশলে তার কাছে ডাকে। সেমতে সোমা বানু গ্রামের তিনমাথা নামক স্থানে গেলে পরিকল্পিত ভাবে স্বামী আনোয়ার হোসেন, শাশুড়ি মহসিনা বেগম দেখতে পেয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সোমা বানুকে তারা মারধরে আহত করে। সোমার চিৎকারে তার পরিবারের লোকজন ও প্রতিবেশিরা সোমাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। ওই গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় এখনও অভিযোগ করা হয়নি বলে পুলিশ জানায়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024