|
Date: 2023-12-22 16:44:17 |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার) দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ২২ডিসেম্বর সন্ধ্যায় মতবিনিময় সভা করেছেন।
দাগনভুঞা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্লাব সভাপতি নুরুল আলম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, সৈয়দ এয়াছিন সুমন, সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাছান কচি, ইয়াছিন রনি সহ দাগনভূঞা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় রিন্টু আনোয়ার সাংবাদিকদের জানান, আমি মৃত্যু মুখ হতে ফেরত এসেছি। আমার সম্পর্কে কিছু মানুষ বিগত সময়ে নানা অপপ্রচার করেছে। আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে এসবের সঠিক জবাব দিতে আমি নির্বাচনে অংশ গ্রহন করেছি। আপনারা আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যেয়ে আমার বাঁশি মার্কায় ভোট দিয়ে সকল অন্যায় অবিচারের জবাব দিবেন। তিনি এ সময় সকলের সহযোগীতা কামনা করেন।
© Deshchitro 2024