|
Date: 2023-12-22 21:20:21 |
রাষ্ট্রীয় মর্যাদায় নীলফামারীর ডোমারে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২২শে ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ সামনে রেখে রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুকে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যবৃন্দ।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা মখদুম আজম মাশরাফি তুতুল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিবৃন্দ।
জানাজার নামাজ পরিচালনা করেন—মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর পুত্র মোঃ রেজাউল করিম। পরে, পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, শুক্রবার সকালে গোসাইগঞ্জের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু।
© Deshchitro 2024