|
Date: 2023-12-22 21:26:27 |
দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২শে ডিসেম্বর) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ও কেতকীবাড়ী ইউনিয়নের কাজীর হাটে বিএনএম মনোনীত প্রার্থীর নোঙর মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক সংসদ সদস্য ও নীলফামারী-১ আসনে বিএনএম মনোনীত প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বিএনএমের প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী বলেন, ‘আমি আপনাদের সংসদ সদস্য থাকাকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেছি। অনেক কিছু বাকি রয়ে গিয়েছিল। এবার আমাকে নির্বাচিত করলে অবশ্যই সেসব কাজ পুনরায় সম্পন্ন করে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি সহ এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়ন করবো। আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে আমাকে নোঙর প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রইলো।’
© Deshchitro 2024