সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন শান্তিগঞ্জ থানার রসুলপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে ইমাম উদ্দিন (২৩)।


গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদরে ভিত্তিতে দ্রুত  আসামির বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির বসতঘরে তল্লাশি করে ১৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024