|
Date: 2023-12-23 05:46:14 |
চলছে শৈত্য প্রবাহ। তীব্র শীতের কুয়াশার চাদরে ঢেকে থাকে সমগ্র দেশ। তীব্র শীতে খেটে খাওয়া মানুষের ভোগান্তির শেষ নেই। গরীব, অসহায় মানুষের শীতবস্ত্রের ঘাটতি পুরনে এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি বা সংগঠন পর্যায়ের বিভিন্ন সহায়তা। এর ই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ ই ডিসেম্বর) শিবচর উপজেলার শম্ভুক ইউনিয়নের চর শম্ভুক আদর্শ তরুন সমিতির উদ্যোগে গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র/কম্বল প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে এক অনাড়ম্বর আনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বাশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান খোকন বয়াতী, শিবচর সার্কেল এএসপি জনাব রব্বানী হোসেন, মাদারীপুর সরকারী কলেজের প্রভাষক মো: সাইফুল ইসলাম, বাশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুম মোল্লা সহ অন্যান্য সাধারন এলাকাবাসী।
সাইফুল ইসলামের সভাপতিত্বে একে একে বক্তব্য দেন আগত অতিথি বৃন্দ। তারা এই মহতী কাজের ভুয়সী প্রশংসা করেন। তারা বলেন, গ্রামের একটি সংগঠন এভাবে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে এটা প্রশংসার যোগ্য। এতে করে এই মানুষ গুলোর উপকার সাধন হবে। ভবিষ্যতে এই রকম মহতী কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইউনিয়ন চেয়ারম্যান ও শিবচর সার্কেল এএসপি।
© Deshchitro 2024