বিভিন্ন ধরনের লোভ লালসা ও প্রলোভন দেখিয়ে দুই শিশু সন্তানের জননীকে নিয়ে উধাও হয়েছে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়া পুর ইউনিয়নের মোঃ সাকিব নামে প্রতারক বলে অভিযোগ করেন জননীর মা মোছাঃ শাহীনারা।

এই মর্মে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার ।

থানায় দায়েরকৃত অভিযোগসুত্রে জানা যায় গত ১৩ ডিসেম্বর দুপুরে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিন রামনগর এলাকার মোঃ ফয়জুরের ছেলে মোঃ সাকিব ৪নং শেখপুড়া ইউনিয়নের  মাতাসাগরে মোড় থেকে দুই শিশু সন্তানের জননী মুন্নি খাতুন( ২২)কে বিভিন্ন ধরনের লোভ লালসা ও ভয়ভীতি দেখিয়ে পাঁচ বছরের পুত্র সন্তান মোঃ মুহিব বাবুকে রেখে তিন মাসের শিশু কন্যা সন্তান মোছাঃ মেহেজাবিনকে সহ উধাও হয়ে যায় ।বর্তমানে কন্যা মুন্নি খাতুন তার তিন মাসের কন্যা সন্তানকে কোথায় আছে কিভাবে আছে এই উৎকন্ঠায় রয়েছে মুন্নির মা শাহীনারা ও শিশু কন্যা সন্তানের বাবা মোঃ মোতালেব ।অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না তাদের ট্রেস।প্রতারক সাকিবের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কোন সদোওর না দিয়ে  উল্টো মুন্নির মাকে অপমান করে তাড়িয়ে দেয় ।তবে মের মা শাহীনারা অভিযোগ করে বলেন যে প্রতারক সাকিবের বোন ফারহানা আক্তার শিমু ও তার স্বামী মোঃ তসলিমের ইদ্দনেই সাকিব আমার মেয়ে মুন্নি ও তিন মাসের নাতনি মেহেজাবিনকে নিয়ে পালিয়ে যাবার সাহস পেয়েছে।এরুপ কর্ম কান্ডের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবারবর্গ ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024