নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৫ বছরের সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। 


গ্রেফতারকৃত মোঃ শাহজাহান (৫৫) সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত ইদ্রিস মাস্টারের ছেলে। 


বুধবার(১২ অক্টোবর) দুপুরে আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রাম থেকে তাকে গ্রেফতার সেনবাগ থানা পুলিশ । 


সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী ৭টি মামলার পরোয়ানা ও ২ কোটি টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী। তাকে অদ্য বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024