দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বানে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।
জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এর নেতৃত্বে শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের আজিজুল হক কলেজ বটতলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বর্তমান অবৈধ আ'লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। তাই তামাশার নির্বাচন বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপি এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। তাই শেখ হাসিনার এ তামাশার নির্বাচনে জনগণ যেন অংশগ্রহণ না নেয়। সে জন্য ভোটারদের মাঝে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
তৃতীয় দিনের এই গণসংযোগে জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, শহর বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদল নেতা শামীম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024