শনিবার(২৩ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর থানা আকস্কিক পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
সকালে শ্যামনগর থানা পরিদর্শনে আসলে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জেলা পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম সহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
জানা যায়, পরিদর্শনকালে পুলিশ সুপার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে ও সার্বিক বিষয়ে থানার অফিসার ও ফোর্সের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।