|
Date: 2023-12-23 13:57:26 |
‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় ঝালকাঠির রাজাপুরে পরিবারের সদস্যের মৃত্যুতে গ্রাহকের মাঝে আর্থিক সুবিধা হস্তান্তর করলেন ওয়ালটন প্লাজা। শনিবার দুপুরে উপজেলার বাগড়ী বাজার সংলগ্ন ওয়ালটন প্লাজায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় অতিথিরা ওয়ালটন প্লাজার সদস্য ও চর ইন্দ্রপাশা গ্রামের মো. ছগির হাওলাদার ও তার স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন। ওয়ালটন প্লাজা রাজাপুর এর ম্যানেজার মেহেদী হাসান খান তুহিন এর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা, এক্সিকিউটিভ ডিরেক্টর আল মাহফুজ খান, অ্যাডিশনাল ডিরেক্টর শাহানুর আলম, এরিয়া ম্যানেজার (পিরোজপুর) আব্দুল হান্নান, আর সি এম (পিরোজপুর এড়িয়া) মিঠুন দাস সহ অনেকে।
উল্লেখ্য, ওয়ালটন প্লাজার সদস্য মো. ছগির হাওলাদার পুত্র মো. ইমাম হাওলাদার (১০) গত ১২ ডিসেম্বর ইজিবাইক চাপায় নিহত হন।
© Deshchitro 2024